কাভার্ড ভ্যানের টুলবক্সে ২ কোটি টাকার ইয়াবা

কাভার্ড ভ্যানের টুলবক্সে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় টুলবক্সের ভেতরে পাওয়া যায় সাড়ে ৪০ হাজার ইয়াবা। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের লোহাগড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল মিরসরাইয়ের জোরারগঞ্জের পূর্ব হিংগুলী কদমতলা এলাকার কালা মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৩), নোয়াখালীর সেনবাগ থানার নুজুরপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে আবদুল্লাহ আল নোমান (২০)।
কাভার্ড ভ্যানের টুলবক্সে ২ কোটি টাকার ইয়াবা 1

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা এলাকায় কক্সবাজার থেকে আসা একটি কাভার্ডভ্যান তল্লাশি করে টুলবক্সের ভেতরে কৌশলে লুকানো ৪০ হাজার ৫০৫টি ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি টাকা। এ সময় মাদক পাচারে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। আটকের পর দুইজনকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!