চট্টগ্রাম নগরীতে কাভার্ডভ্যান চাপায় এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। অফিস থেকে দুপুরে খাবার খেতে যাওয়ার সময় বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও দু’জন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে ইপিজেড এলাকার ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পোশাকশ্রমিকের নাম লেমন চাকমা (২৬)। আহত দু’জন হলেন আব্দুল ইমন (২০), জুয়েল চাকমা (২৪)। তারাও পেশায় পোশাক কারখানার শ্রমিক।
জানা গেছে, কারখানা থেকে দুপুরে খাবার খেতে যাওয়ার সময় রাস্তায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তিন পোশাকশ্রমিককে চাপা দেয়। এরপর গুরুতর আহত তিনজনে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লেমন চাকমা।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘কাভার্ডভ্যানের ধাক্কায় আহত তিন পোশাকশ্রমিককে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় লেমন চাকমার মৃত্যু হয়। অপর দু’জন হাসপাতালের চিকিৎসাধীন আছেন।’
আরএ/ডিজে