কাপ্তাই হ্রদে স্পিডবোট দুর্ঘটনায় নারী নিহত, শিশুসহ আহত দুজন

রাঙামাটির লংগদু উপজেলার কাপ্তাই হ্রদে নৌ-দুর্ঘটনায় জাইতু বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে লংগদু উপজেলার মধুমা ছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত জাইতু বেগম উপজেলার মাইনিমুখ ইউনিয়নের কালু মাঝিরটিলা এলাকার মো. শাহাব উদ্দিনের স্ত্রী। আহত দুজন হলেন— মো. সালমান (৮) ও কবির হোসেন (৬০)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে লংগদুর মাইনিমুখ বাজার থেকে রাঙামাটির উদ্দেশে ১২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট যাত্রা করে। পথিমধ্যে উপজেলার মধুমাছড়া এলাকায় টার্নিংয়ে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টেম্পো বোটের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় পানিতে ডুবে ঘন্টাখানেক নিখোঁজ ছিলেন জাইতু বেগম।

পরে স্থানীয়রা কাপ্তাই হ্রদে জাল ফেলে জাইতু বেগমকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল হোসেন জানান, নিহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবুও আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছিলাম। আর আহত দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনই মাথায় আঘাত পেয়েছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm