কাপ্তাই আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী খুলশীতে গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম মহানগর এলাকার খুলশী একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় কাপ্তাই থানা পুলিশ।

অংসুইছাইন চৌধুরী (৬০) কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা।

কাপ্তাই থানার পরিদর্শক (তদন্ত) অলি উল্লাহ জানান, অভিযান চালিয়ে কাপ্তাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন হামলা মামলার ১ নম্বর আসামি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে মঙ্গলবার সকালে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি (পরিদর্শক)।

এর আগে একই মামলার ২২ নম্বর আসামি মো. জুনায়েদ হোসেনকে (২৫) সোমবার রাত সাড়ে ১০টায় কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm