কাপ্তাইয়ে অস্ত্রসহ গ্রেপ্তার দুই

কাপ্তাইয়ে সেনা ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ মে) রাত ১টায় ওয়াগ্গা ইউনিয়নের কাঁঠালতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন সাপছড়ি এলাকার অপ্রিয় রঞ্জন কার্বারীর পুত্র ধনমনি চাকমা (৪২) ও তার ছেলে বিপুল চাকমা (২৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. নূর। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm