কাপ্তাইয়ে অপহরণের ১০ দিনেও উদ্ধার হয়নি ইউপি সদস্য মংচিং

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ইউপি সদস্য মংচিং মারমা অপহরণের ১০ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায় নি। বিভিন্নস্থানে খোঁজ নিয়েও তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। ফলে অপহরণ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

এদিকে মংচিং মারমাকে অপহরণ ও মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাইখালী ইউপির উদ্যোগে এক মানববন্ধন ও প্রভিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে ইউপি সদস্য মংনুচিং মারমা বলেন, ‘রাইখালী এলাকা এখন সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একের পর এক হত্যা, অপহরণ ও ডাকাতির মতো ঘটনা ঘটায় এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

অপহরণকারীদের প্রতি অনুরোধ জানিয়ে সভায় অপহৃতের বড়ভাই আবুমং মারমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাইয়ের ছোট্ট শিশু সন্তানের দিকে থাকিয়ে হলেও তাকে দয়াকরে ছেড়ে দিন।’

অপহৃতের স্ত্রী সামাউ মারমা বলেন, ‘আমার স্বামীকে আমি ফেরত চাই, আর কিছুই চাই না। বাচ্চারা প্রতিদিনই কান্নাকাটি করছে। আমার বাবা কখন আসবে? কি করে থাকবো আমরা? আমার বাবাকে খুঁজে দিতে হবেই বলছে ছেলেরা। কবে আসবে, কখন আসবে এসব বলেই তারা শুধু কান্না করে।’

রাইখালী ইউপি ছাত্রলীগের সভাপতি মো. সালাউদ্দিন বলেন, ‘একজন সন্তানকে পিতাহারা করবেন না। একজন স্ত্রীকে স্বামীহারা করবেন না। একজন ভাইকে ভাইহারা করবেন না। একজন মা-বাবাকে সন্তানহারা করবেন না। আপনাদের প্রতি বিনিত অনুরোধ থাকবে, মানবিক দিক বিবেচনা করে অবিলম্ভে মংচিং মারমাকে ফিরিয়ে দেওয়ার জোড় দাবি জানাচ্ছি।

রাইখালী ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, ‘একের পর এক রাইখালীর বিভিন্ন এলাকায় সন্ত্রাস, অপহরণ ও হত্যাসহ সর্বশেষ ইউপি সদস্যকেই সশস্ত্র সন্ত্রাসীরা বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ঘটনার ১০দিন অতিবাহিত হলেও তাকে এখনো উদ্ধার করা সম্ভব হয় নি। অপহৃতের পরিবারের ছোট ছোট কোমলমতী শিশুদের দিকে থাকিয়ে হলেও তাকে মুক্তি দেওয়ার অনুরোধ জানান তিনি।’

এই বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ উদ্দিন বলেন, ‘ইউপি সদস্য উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ার নিজ ঘর থেকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় ইউপি সদস্য মংচিং মারমাকে মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। ঘটনার ৩দিন পর ২১ ফেব্রুয়ারি তার স্ত্রী চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!