কানাডায় উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার বৃহস্পতিবার

কানাডায় উচ্চশিক্ষার ব্যাপারে আগ্রহী শিক্ষার্থীদের সহায়তা করতে ইন্টারন্যাশনাল এডুকেশন কাউন্সেলিং সেন্টার-আইইসিসি লি. (International Education Counselling Centre Ltd.-IECC) বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কানাডায় উচ্চশিক্ষার ব্যাপারে সেমিনারের আয়োজন করেছে। নগরীর জিইসি মোড়ের হোটেল পেনিনসুলায় সেদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কানাডার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ থাকবে। সেমিনারে উপস্থিত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানগুলোতে উচ্চশিক্ষার ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। এসময় কানাডার যেসকল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন সেগুলো হলো ভ্যাঙ্কুভার আইল্যান্ড ইউনিভার্সিটি (Vancouver Island University), কিংস ইউনিভার্সিটি কলেজ (King’s University College) ও ব্রক ইউনিভার্সিটি (Brock University)।

আইইসিসি উচ্চশিক্ষার্থীদের বিদেশে যোগ্যতা অনুযায়ী কলেজ-বিশ্ববিদ্যালয় নির্বাচন, স্পন্সর, স্কলারশিপ ও ভিসার বিষয়ে জানতে সহায়তা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি এ সহায়তা দিয়ে আসছে ২০০৫ সাল থেকে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও জার্মানিতে উচ্চশিক্ষার ব্যাপারে সহায়তাকারী প্রতিষ্ঠানটির পার্টনারশিপ রয়েছে বিশ্বের ৩০০য়েরও বেশি কলেজ-বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। ১২ সেপ্টেম্বরের অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা যোগাযোগ করতে পারবেন [email protected] ই-মেইল ও ০১৭৪৯৪২০৯৯১ ফোন নম্বরে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm