কাদায় আটকে বন্যহাতির আর্তচিৎকার চুনতির বনে

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতির চাকমার জোন এলাকায় কাদামাটিতে আটকা পড়লো এক বন্যহাতি। শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় হাতিটি আটকা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান সিকদার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‌হাতিটি ইতোপূর্বে বাচ্চা প্রসব করেছে। এতে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। খাদ্যের সন্ধানে বনাঞ্চলের পাশে এসে কাদামাটিতে আটকা পড়ে। হাতিটি কাদামাটি থেকে আত্মরক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে চিৎকার দিচ্ছে। নিকটস্থ পাহাড়ে বাচ্চাসহ আরো কয়েকটি বন্যহাতি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে লোকজন হাতিটি উদ্ধারে চেষ্টা করতে ব্যর্থ হচ্ছে।

পদুয়া বন রেঞ্জের আওতাধীন ডলু বনবিট কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ‘খবর পেয়ে ডলু বন বিটের কর্মরত কয়েকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা বিষয়টি দেখেছেন। মনে হচ্ছে হাতিটি অসুস্থ। ডাক্তারি পরীক্ষা প্রয়োজন। নিকটস্থ বনে বন্যহাতির থাকার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারের যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। আগামীকাল (৯ নভেম্বর) শনিবার ডাক্তারি পরীক্ষার পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি লোহাগাড়া থানা পুলিশ ও বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে হাতিটি বাঁচবে কিনা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

এদিকে কাদামাটিতে হাতি আটকা পড়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমায়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm