কাতারে করোনার সাথে লড়ে হেরে গেলেন রাঙ্গুনিয়ার ফারুক নঈমী

কাতারে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ ১ মাস করোনার সাথে লড়ে মারা গেলেন রাঙ্গুনিয়ার সন্তান ফারুখ উল্যাহ নঈমী আল আরাবি। তিনি পোমরা ইউনিয়নের হাজী পাড়াস্থ ইমাম বাড়ির সন্তান। বুধবার (২৪ জুন) কাতারের স্থানীয় সময় ভোর ৬টায় তিনি মারা যান।

প্রায় ১ মাস অাগে তিনি করোনা উপসর্গ নিয়ে কাতারের সানাইয়া ফিল্ড হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষার পর তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

বিষয়টি নিশ্চিত করে ফারুক নঈমীর প্রতিবেশী কাজী মো. মহসিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ফারুক ভাই অত্যন্ত বন্ধুবৎসল ছিলেন। একই প্রতিষ্ঠানে পড়ালেখা করায় আমার সাথে ঘনিষ্ঠতা বেশী ছিল। করোনা আক্রান্ত হওয়ার শুরুতে তার শারিরীক অবস্থা স্থিতিশীল থাকলেও পরবর্তীতে অবস্থা খারাপের দিকে চলে যায়৷ তাকে হামাদ জেনারেল হাসপাতালের অাইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। অাগে থেকেই তার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যা থাকায় সাথে এ যুদ্ধে তিনি হেরে যান।’

ফারুক নঈমী দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন।

এফএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!