কাজ থেকে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু কর্ণফুলীতে

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল হামিদ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৬ মে) রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হামিদ কর্ণফুলী থানার চরলক্ষ্যার আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা যায়, চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকা থেকে কর্ণফুলী ফিরছিলেন হামিদ। তিনি কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছলে তার বাইকের পেছনে একটি গাড়ি ধাক্কা দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হামিদের ভাই আব্দুল আজিজ বলেন, ‘কাজ থেকে ফেরার পথে আমার ভাইয়ের মোটরসাইকেলের পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হন আমার ভাই। পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘আব্দুর হামিদের লাশ মর্গে রাখা আছে।’

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm