কাউখালীতে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার

রাঙামাটির কাউখালীর বেতবুনিয়া থেকে অংহ্লাপ্রু মারমা (৬০) নামের এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জুলাই) সন্ধ্যায় বেতবুনিয়া ইউনিয়নের উকাইন্দা শিশুসদনের পরিত্যাক্ত টয়লেট থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। নিহত অংহ্লাপ্রু মারমা গজালিয়া এলাকার মৃত চাইঞোরী মারমার ছেলে। তিনি প্রায় ২৪ বছর ধরে এলাকার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে অবস্থান করে আসছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, শিশুসদনটির পরিত্যাক্ত টয়লেট থেকে দুর্গন্ধ বের হলে ভেন্টিলেটর দিয়ে স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখেতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে টয়লেটের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ভিক্ষুর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে রোববার সন্ধ্যায় ফাঁড়িতে নিয়ে আসে। সোমবার (১৬ জুলাই) সকালে লাশটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm