রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকায় ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। উপজেলার এই এলাকা সংগঠনটির শক্তিশালী আস্তানা হিসেবে পরিচিত। অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ, সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম, বাইনোকুলার, ওয়াকিটকি সেট, কম্পিউটার হার্ডডিস্ক ও চাঁদা আদায়ের রশিদসহ অন্যান্য নথিপত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) ভোর ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এই আস্তানার অস্তিত্ব পায় রাঙামাটি সদর জোনের সেনারা।
সাংবাদিকদের এ বিষয় ব্রিফিং করেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল জোনাইদ উদ্দিন শাহ চৌধুরী, ব্রিগেড মেজর তাজদিক বিন নজরুল ও রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ। এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জোন কমান্ডার ।
পাহাড়ে ইউপিডিএফ আঞ্চলিক সংগঠন অস্থিতিশীল রাখতে নানিয়াচরসহ বিভিন্ন উপজেলায় চাঁদার দাবিতে মোবাইল টাওয়ার তার কেটে দেওয়ার অভিযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিশেষ অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের সন্ত্রাসীরা পালিয়ে গেলেও বিপুল পরিমাণ গোলাবারুদ, সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম, বাইনোকুলার, ওয়াকিটকি সেট, কম্পিউটার হার্ডডিস্ক ও চাঁদা আদায়ের রশিদসহ অন্যান্য নথিপত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
পালিয়ে যাওয়া ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনী অভিযান অব্যাহত রেখেছে। এলাকাজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয় সাংবাদিক সম্মেলনে।
ডিজে