কাঁধে ঝুলিয়ে গান শোনা যাবে সনির ডিভাইসে

জাপানের পর যুক্তরাষ্ট্রের বাজারে ওয়্যারেবল ডিভাইস আনতে যাচ্ছে সনি। কাঁধে ঝুলিয়ে গান শোনার এই ডিভাইসের নাম ইমারসিভ ওয়ারেবল স্পিকার (এসআরএস-ডাবলুএস১)। তারহীন হলেও এটি আসলে ব্লুটুথ ডিভাইস নয়।

ডিভাইসটি কানেক্ট হবে টিভির অডিও আউটপুটের সঙ্গে। ইউএসবি-সি ক্যাবলে দিয়ে স্মার্টফোন ও ট্যাবলেটের সঙ্গেও স্পিকারটি কানেক্ট করা যাবে। তবে এতে দ্রুত ব্যাটারি ক্ষয় হব। পুরোপুরি চার্জ হতে এটি সময় নেবে ৩ ঘণ্ট। চার্জ হলে একটানা ৭ ঘণ্টা ব্যবহার করা যাবে।

সিনেমা দেখার সময় সাউন্ডের পাশাপাশি ডিভাইসটিতে ভাইব্রেশন হবে। এতে সিনেমা দেখা কিংবা গেইম খেলার সময় ভিন্ন অভিজ্ঞতা পাওয়া যাবে। হেডফোন ব্যবহারের বিকল্প হিসেবে ডিভাইসটি ব্যবহার করা যেতে পারে।

২০১৭ সালে ওয়্যারেবল স্পিকারটি সর্বপ্রথম জাপানের বাজারে আনা হয়। আগামী ডিসেম্বর থেকে ডিভাইসটি যুক্তরাষ্ট্রেও পাওয়া যাবে। ১ ডিসেম্বর থেকে এর প্রি-অর্ডার শুরু হবে। এর দাম ধরা হয়েছে ৩০০ ডলার (২৫ হাজার ২০০ টাকা)।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm