কাঁঠাল বিক্রেতার হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার হলো চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপের সহায়তায়।
সোমবার (১৩ জুন) সন্ধ্যার দিকে সিএমপি’র ট্রাফিক বিভাগের (দক্ষিণ) সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারি এ মোবাইলটি উদ্ধার করে হস্তান্তর করেন।
জানা গেছে, সোমবার সকালে সিএনজি অটোরিকশা রিকশায় চড়ে অক্সিজেন মোড় থেকে মুরাদপুর যাচ্ছিলেন কাঁঠাল বিক্রেতা আব্দুল শুক্কুর। নামার সময় তার মোবাইল ফোনটি গাড়িতে রেখেই নেমে যান তিনি।
এরপর চলে আসেন কাজীর দেউরি এলাকায়। সেখানে এসেই দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারিকে অবহিত করেন বিষয়টি।
পুলিশ কর্মকর্তা শুক্কুরের কাছ থেকে ঘটনার বিস্তারিত নেন। এরপর ওই সিএনজি অটোরিকশা শনাক্তে নেমে পড়েন। বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ওই সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন নম্বর শনাক্ত করতে সক্ষম হন। এরপর আমার গাড়ি নিরাপদ অ্যাপের সহায়তায় ওই গাড়িচালককে শনাক্ত করা হয়। পরে বিকালের দিকে ওই মোবাইলটি উদ্ধার করে কাঁঠাল বিক্রেতা আব্দুল শুক্কুরের হাতে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারি বলেন, ‘ডিউটিরত অবস্থায় আমাকে আব্দুল শুক্কুর জানান তার মোবাইল ফোনটি গাড়িতে রেখে নেমে গেছেন তিনি। এরপর অনেক খোঁজাখুজি করেও গাড়িটি শনাক্ত করতে পারেননি। আমি বিষয়টি সিএমপি’র ট্রাফিক বিভাগ দক্ষিণের উপ-পুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন এবং টিআই প্রশাসন অনিল বিকাশ চাকমা স্যারকে অবহিত করলে তারা আমাকে এই মোবাইল উদ্ধারের নির্দেশনা দেন।’
তিনি আরও বলেন, ‘আব্দুল শুক্কুরের কাছ থেকে ওই রুটের তথ্য নিয়ে বিভিন্ন সিসিটিভির ফুটেজ সংগ্রহ করি। একপর্যায়ে ওই সিএনজি অটোরিকশা শনাক্ত করি। তারপর সেই সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন নম্বর নিয়ে স্যারদের অবহিত করি। স্যারদের সহযোগিতায় আমার গাড়ি নিরাপদ অ্যাপের মাধ্যমে সিএনজি অটোরিকশার মালিক এবং চালককে খুঁজে বের করা হয়। পরবর্তীতে আব্দুল শুক্কুরের হারানো মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হই আমরা।’
আরএম/ডিজে