কষ্টি পাথরের মূর্তিসহ র‌্যাবের জালে চোরাকারবারি ধরা

চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেল থেকে ৩ কেজি ৬৯০ গ্রাম ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ চোরাকারবারি চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৭।

আটক চোরাকারবারি সদস্যের নাম মো. মফিজ (২৮)। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রফিকপুর ইউনিয়নের নূর মোহাম্মদের ছেলে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তিসহ তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকার হামিদ ম্যানশনের পাশে একটি ভবনের ভাড়া বাসার চারতলা থেকে বিভিন্ন পুরাকীর্তি ও কষ্টি পাথরের মূর্তি চোরাচালান করে আসছিল একটি চক্র। কষ্টি পাথর বেচাকেনার খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে মো. মফিজ নামে একজনকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৩ কেজি ৬৯০ গ্রামের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়। আটকের পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!