চট্টগ্রাম নগরীর কল্লোল সুপার মার্কেট ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পাঁচলাইশের প্রবর্তকের হিলভিউ সড়কের মিমি সুপার মার্কেট সংলগ্ন মার্কেটে আগুন লাগার এ ঘটনা ঘটে।
জানা গেছে, মার্কেটের চার তলায় কিছু মালামাল রাখা ছিল। ওইসব অব্যবহৃত মালামালে আগুন লাগে। তবে তা ছড়িয়ে পড়ার আগে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানায়, সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর কেপলে চন্দনপুরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
ডিজে