কলাপাতা কাটা নিয়ে ভাইয়ের হাতে বোন খুন চট্টগ্রামে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে ফাতেমা বেগম (৪৫) নামের এক বোন খুনের ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ মে) বিকাল ৫টার দিকে উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের কুলালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ফাতেমা বেগম আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের কুলালপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে।

ঘটনার বিষয়ে নিহতের ভাই মো. আমিন জানান, বুধবার বিকেলে আমার বোন কলাগাছের পাতা কাটছিল। এমন সময় রেজাউল গিয়ে কোনো কথাবার্তা ছাড়া আমার বোনকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। পরে আমরা বোনকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। তারপর সকালে এসে আমরা থানায় খবর দিই।

এই বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান বলেন, ‘বৃহস্পতিবার সকালে নিহতের ছোট ভাই থানায় এসে খবর দিলে আমরা ঘটনাস্থলে যায়। পরে সুরতাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm