কলাউজান যুবশক্তি’র ৩৬তম বর্ষপূর্তিতে মিলনমেলা

সুন্দর সমাজ গঠন ও সমাজের অসংগতি দূর করতে কলাউজান যুবশক্তি’র যাত্রা শুরু হয়েছিল ১৯৮৮ সালে। কলাউজান যুবশক্তি ৩৬ বছরে পেরিয়ে ৩৭ বছরে পদার্পণ করছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে অধ্যাপক মুহম্মদ আবদুল খালেক, সেলিম উদ্দিন ও আবু নোমান মো. হাফিজুল্লা’র যৌথ সঞ্চালনায় স্থানীয় এক কমিউনিটি সেন্টারে সংগঠনটির বর্ষপূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাউজান যুবশক্তি’র আহ্বায়ক মাওলানা সিরাজুল ইসলাম।

মিলনমেলায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন সাবেক যুগ্ম সচিব হাবিবুর রহমান, প্রবাসী মোস্তফা কামাল,সমাজকর্মী জামাল উদ্দিন, মদিনা শরীফ সাতকানিয়া-লোহাগাড়া প্রবাসী সমিতির সভাপতি আবু তাহের সাওদাগর, ইসলামী ছাত্রশিবির লোহাগাড়া পূর্ব শাখার সভাপতি মুহাম্মদ রিদওয়ানুল ইসলাম তায়েফ, নুরুল আলম, শাহেদুল হক খতিবী, মাওলানা মুহাম্মদ মুসা, লোকমান হাকিম, ব্যবসায়ী মুহাম্মদ বদরুদ্দীন উমর, জালাল উদ্দিন।

মিলনমেলা অনুষ্ঠান মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে শেষ হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm