কর্নেল হাট বাজারে ডিম ও সবজির দোকানে নেই মূল্য তালিকা, ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড

চট্টগ্রামের বেশিরভাগ বাজারের দোকানগুলোতে টাঙানো হয় না মূল্য তালিকা। ফলে ক্রেতার কাছ থেকে ইচ্ছেমতো দাম আদা করছে কিছু অসাধু ব্যবসায়ী। এ ধরনের অনিয়ম পাওয়ায় নগরীর আকবরশাহ এলাকার কর্নেলহাট বাজারে পাঁচ সবজি, ডিম ও মুদি পণ্য ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ব্যবসায়ীদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, কর্নেল হাট বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ফজল গণির ডিমের দোকানকে ১ হাজার, সনজিতের ডিমের দোকানকে ৩ হাজার, ওয়াসিমের দুটি সবজির দোকানে ১০ হাজার এবং আজাদ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে এসব ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনায় ছিলেন চট্টগ্রাম বিভাগীয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm