কর্ণফুলী নদীর কাদায় লুকানো ছিল বন্দুক, ছোরা

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন বাস্তুহারা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

রোববার (৪ ডিসেম্বর) রাতে এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখা অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

জানা গেছে, স্থানীয় সোর্সের মাধ্যমে গত সপ্তাহে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাস্তুহারা এলাকার বালুরটাল ঘাটে কয়েকদিন ধরে তদন্ত করে এনএসআইয়ের সদস্যরা। রোববার এনএসআই ও বাকলিয়া থানা পুলিশের একটি দল বালুরটাল ঘাটে একটি নৌকার পাশে কাদার মধ্যে লুকানো অবস্থায় লাল রংয়ের একটি ব্যাগ খুঁজে পায়। ওই ব্যাগ থেকে একটি দেশিয় একনলা বন্দুক এবং একটি প্যাকেটসহ টিপ ছোরা পাওয়া যায়। পরে তা বাকলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। এসব অস্ত্র কর্ণফুলী নদী দিয়ে নিরাপদে ইয়াবা পাচারের কাজে লাগানো হতো বলে জানা গেছে।

এমএফও/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!