চট্টগ্রামের কর্ণফুলী নদীর বন্দর এলাকায় ভাসমান অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌপুলিশ।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বন্দর ১৩ নম্বর সেডের জেটির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশটির মুখমন্ডল বিকৃত ও পঁচে যাওয়ায় তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
তবে নৌপুলিশ ধারণা করছে, উদ্ধার লাশটির আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। মৃত্যুর কারণ জানতে লাশ চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে লাশের গায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি।
এ বিষয়ে সদরঘাট নৌপুলিশের ওসি মো. একরাম উল্লাহ বলেন, আমরা ১৩ নম্বর শেড ও জাহাজের মাঝখান থেকে লাশটি উদ্ধার করি। লাশের মুখমন্ডল বিকৃত হয়ে যাওয়ায় চেহারা বুঝা যাচ্ছে না। তবে তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে আমরা পাইনি।
লাশ উদ্ধারের ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে জানান নৌপুলিশের ওসি।
বিএস/ডিজে