কর্ণফুলী নদীতে ভেসে আসলো যুবতীর লাশ

কর্ণফুলীতে নদী থেকে অজ্ঞাত এক তরুণী (২০) মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। অর্ধগলিত থাকায় লাশটির পরিচয় সনাক্ত করা যায়নি।

মঙ্গলবার (৬ জুন) সকালে ইপিজেড থানার নৌ বাহিনীর ঈশা খাঁ জেটি সংলগ্ন কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম জানান, নদীতে ভাসতে থাকা এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বয়স আনুমানিক ২০ বছর হতে পারে। তবে আমরা লাশটিকে সনাক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছি।ইতোমধ্যে সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!