কর্ণফুলী নদীথেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবো ওই যুবকের পরিচয় জানা যায়নি।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক সাম্পান ঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা কর্ণফুলী নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে নৌপুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে এসে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে।
সদরঘাট নৌ পুলিশের ওসি মোহাম্মদ একরাম উল্লাহ জানান, যুবকের গায়ে সাদা গ্যাবাডিন হাফ প্যান্ট ও জিন্সের কালো ফুল প্যান্ট ছিল। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মুখে দাড়ি রয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে পরিচয় শনাক্তে বিভিন্ন থানা ও পুলিশের হেড কোয়ার্টারে তথ্য পাঠানো হয়েছে।
ডিজে