কর্ণফুলী নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৯ ঘণ্টা পর সিরাজুল আরেফিন আকিবের (২২) মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা আকিবের মরদেহ কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদিটিলা সংলগ্ন কর্ণফুলী নদী থেকে উদ্ধার করে।

এর আগে বুধবার বেলা ১টার দিকে একইস্থানে গোসলে নেমে নিখোঁজ হয়েছিল আকিব।

s alam president – mobile

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) শাহীনুর রহমান জানান, বুধবার নিখোঁজ হওয়া যুবকের খোঁজে রাত পর্যন্ত কর্ণফুলী নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। তখনও তাকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদীর যে প্রান্তে সে নিখোঁজ হয়েছিল, সেখানে তার মরদেহ ভেসে ওঠে।

এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মৃত সিরাজুল আরেফিন আকিব (২২) কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে (পিডিবির) কর্মরত শহীদুল ইসলাম বাবুর ছেলে। আকিব পোর্টসিটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে অধ্যয়নরত ছিল বলে জানায় তার পরিবার।

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!