কর্ণফুলী নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সিরাজুল আরেফিন আকিব (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বুধবার (১৭ মে) বেলা ১টার দিকে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার হাদি-টিলা সংলগ্ন নদীতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিখোঁজ যুবক আকিব ওই এলাকার শহীদুল ইসলাম বাবুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১টার দিকে আকিব এবং তার তিন বন্ধু কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা নামক স্থান সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে হঠাৎ ঝড়ো হাওয়ার সম্মুখীন হয়। ওইসময় আকিবের তিন বন্ধু নদীর পাড়ে উঠতে পারলে আকিব নদীর পানিতে তলিয়ে যায়। তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দেন।

পরে স্থানীয়রা জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিসের কর্মীদের এ বিষয়ে অবগত করেন। পরবর্তীতে নৌ-বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, আমি ঘটনার খবর পেয়ে কাপ্তাই ইউএনও, ফায়ার সার্ভিস এবং নৌ ডুবুরি দলকে খবর দিয়েছি। বর্তমানে আকিবকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছে।

Yakub Group

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) শাহীনুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে আছি। আকিবকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!