কর্ণফুলী দূষণে টিএসপি কমপ্লেক্স, ১০ লাখ টাকা জরিমানা

কর্ণফুলী নদীতে মানমাত্রা বহির্ভূত তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণের দায়ে টিএসপি কমপ্লেক্সকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী জরিমানারে এ আদেশ দেন। শুনানিতে টিএসপি কমপ্লেক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. আতাউর, মহাব্যবস্থাপক (অপারেশন) মো. আখতারুজ্জামান, অতিরিক্ত প্রধান রসায়নবিদ ঝুমকু লতা মজুমদার।

জানা যায়, পরিবেশ অধিদপ্তরের একটি টিম ৯ জানুয়ারি কারখানা পরিদর্শনে যান। এসময় কারখানাসৃষ্ট তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা যায়, সাসপেন্ডড সলিডস পাওয়া যায় ৩২৮ মিলিগ্রাম। যা আদর্শ মানমাত্রা বহির্ভূত। যেখানে আদর্শ মানমাত্রা থাকার কথা ১০০ মিলিগ্রাম। এছাড়াও ফসফেট পাওয়া যায় ৭৫ মিলিগ্রাম। যা গ্রহণযোগ্য মানমাত্রা ৫ মিলিগ্রাম। মানমাত্রা বহির্ভূত তরল বর্জ্য ফেলে কর্ণফুলী নদী দূষণ করার দায়ে কারখানাটিকে শুনানিতে হাজির থাকার জন্য ৫ ফেব্রুয়ারি নোটিশ দেওয়া হয়।

এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সার উৎপাদনকারী কারখানা পরিদর্শনে গিয়ে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর মানমাত্রা বহির্ভূত মাত্রা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে শুনানিতে হাজিরার নোটিশ দেওয়া হয়। বুধবার শুনানি শেষে কর্ণফুলী নদী দূষণের দায়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরিবেশগত ছাড়পত্রের শর্তাবলী যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়।

এসআর/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!