জাহাজ থেকে চুরি করা ৫ হাজার ২২০ লিটার ডিজেলসহ দুটি সাম্পান জব্দ করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে একটি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী নগরীর ব্রিজঘাট এলাকার কর্ণফুলী নদীতে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, নগরীর নতুন ব্রিজ এলাকায় ব্রিজঘাটের মাথায় কর্ণফুলী নদীতে দুটি সাম্পানে ডিজেল চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পেয়ে অভিযান চালায় নৌ পুলিশ। পুলিশের উপস্থিতির খবর পেয়ে সাম্পানের মালিক বা ওই ডিজেলের মালিক-শ্রমিকরা পালিয়ে যান।
পুলিশ জানায়, তেলগুলো অবৈধ, তাই পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে সাম্পান দুটিতে থাকা ৫ হাজার ২২০ লিটার ডিজেল জব্দ করা হয়। যা সদরঘাট নৌ পুলিশের দপ্তরে আনা হয়।
সদরঘাট থানার উপ পরিদর্শক মো. সগির মিয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গোপন খবর পেয়ে দুটি সাম্পান থেকে ৫ হাজার ২২০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। সাম্পানে ডিজেলগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। যা জব্দ করে থানায় নিয়ে নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে, বড় জাহাজ থেকে অবৈধ পথে নগরীতে আনা হচ্ছিল এসব ডিজেল। এ ঘটনায় সদরঘাট নৌ পুলিশ দপ্তরের মামলা রুজু করা হয়েছে।’
এএস/ডিজে