উদ্বোধনের একদিন পর দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলীর বঙ্গবন্ধু টানেলে। এটিই টানেল এলাকায় প্রথম কোনো দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের আনোয়ারা প্রান্তের টোলপ্লাজার সামনের রেলিংয়ে আঘাত হানে একটি প্রাডো গাড়ি।
রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আনোয়ারা প্রান্তের টোলপ্লাজার সড়কের রেলিং ক্ষতিগ্রস্ত হয় এবং কোটি টাকা মূল্যের প্রাডো গাড়ির সামনের কিছু অংশ ভেঙে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে টানেলের নিরাপত্তাকর্মীরা গাড়িটি জব্দ করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি টানেলের একাধিক কর্মকর্তা। তবে জব্দের পর গাড়িটি কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়েও মুখ খুলতে রাজি হননি তারা।
বিএস/ডিজে