কর্ণফুলী টানেলের ভেতরে এক রাতে তিন ঘণ্টায় তিনটি দুর্ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত না হলেও টানেলের ডেকোরেশন বোর্ডের বেশ কিছু জায়গায় ভেঙে গেছে।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে এ তিন দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে একটি বরফবাহী ট্রাক টানেলের আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে যাওয়ার সময় চাকা ফেটে যায়। এ সময় ট্রাকটি উল্টে গিয়ে বরফ সড়কে পড়ে। পরে টানেলের নিরাপত্তাকর্মীরা ট্রাকটি সরিয়ে নিলেও বরফের পানি পরিষ্কার করা হয়নি।
এরপর রাত ৮টার দিকে একই স্থানে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের দেয়ালে ধাক্কা দেয়। একইস্থানে রাত ১০টার দিকে আরেকটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের ডেকোরেশন বোর্ডে ধাক্কায় দেয়। এতে বেশ কিছু ডেকোরেশন বোর্ড ভেঙে যায়।
কর্ণফুলী টানেলে তিনটি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত ও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান টানেলের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন।
ডিজে