কর্ণফুলী টানেলমুখে ইয়াবাসহ ধরা কারবারি, গাড়ি রেখে পালালো অপরজন

চট্টগ্রামের কর্ণফুলীতে ২৪ হাজার পিস ইয়াবা, নগদ ৪৪ হাজার টাকা ও দুটি গাড়িসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আটক ব্যক্তির নাম মো. আবছার কামাল (৩৪)।

শুক্রবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি বেইস চট্টগ্রাম কর্ণফুলী টানেল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুটি গাড়ির সন্দেহজনক গতিবিধি নজরে এলে, কোস্ট গার্ড সদস্যরা সেগুলোকে থামার নির্দেশ দেন। তবে চালকরা নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন।

এসময় কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে একটি গাড়ি আটক করতে সক্ষম হয় এবং ওই গাড়ি থেকে মো. আবছার কামালকে গ্রেপ্তার করা হয়। অন্য গাড়িটির চালক পটিয়ার পাইকপাড়া এলাকায় একটি মন্দিরের সামনে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে দুটি গাড়ি তল্লাশি করে মোট ২৪ হাজার পিস ইয়াবা ও নগদ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, আটক আসামি, জব্দ মাদক, নগদ অর্থ ও গাড়ি আইনানুগ প্রক্রিয়ার জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm