কর্ণফুলী উপজেলায় হাজারো গাছ লাগাবে ডায়মন্ড সিমেন্ট

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক হাজার ফলজ গাছ রোপন করছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। রোববার (৬ জুলাই) এসব চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী।

জানা গেছে, চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদের মাধ্যমে এ ইউনিয়ন ৫০০ চারা রোপন করবে ডায়মন্ড সিমেন্ট কর্তৃপক্ষ। বাকি ৫০০ চারা বিতরণ করা হবে এ উপজেলার অন্যান্য ইউনিয়নে।

এ বিষয়ে লায়ন হাকিম আলী বলেন, ‘৩০ বছর ধরে আমি বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে আসছি। পরিবেশ রক্ষায় এর বিকল্প নেই। তাই এ বছর দূর্যোগেও আমরা বৃক্ষরোপনের কাজ অব্যাহত রেখেছি।’

চারা রোপন কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, উপদেষ্টা পরিষদের সভাপতি মাস্টার হাফেজ আহমদ, এমএ মারুফ, এমএ সালাম, সৈয়দ আহমদ, কামাল আহমদ রাজা, মনির আহমদ মার্শাল, আলী হায়দার, মুহাম্মদ সেলিম হক, ফরিদ জুয়েল, আনোয়ার সাদাত মোবারক, সেলিম খান, মোহাম্মদ ওয়াসীম, দেলোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন জনি।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm