চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচনে তিন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মোট ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ফারুক চৌধুরী, মোহাম্মদ আলী ও মাহবুব আলম তারা। ভাইস চেয়ারম্যান পদে আমির আহমদ, মো. আবদুল হালিম ও মহিউদ্দিন মুরাদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোমেনা আক্তার নয়ন, বানাজা ভূইয়া নিশি, ফারহানা মমতাজ, জাপার মুন্নী বেগম, রানু আকতার মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তাদের মধ্যে চেয়ারম্যান পদে মো. আলী, ভাইস চেয়ারম্যান পদে, মহিউদ্দিন মুরাদ ও আব্দুল হালিম জেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দেন। অন্যরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ইভিএম পদ্ধতিতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী কর্ণফুলীতে মোট ভোটার ১৭৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৫৯৯ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ২০০ জন। মোট ভোট কেন্দ্র ৪০টি।
২০১৬ সালের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন চরলক্ষ্যা, চরপাথরঘাটা, শিকলবাহা, জুলধা ও বড়উঠান ইউনিয়ন সমন্বয়ে কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে।
কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক চৌধুরী ৬ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ করোনা যদি মোকাবিলা না করতাম, আমি যে গত নির্বাচনের সময় কিছু ইশতেহার রচনা করেছিলাম। তার মধ্যে যদি আপনারা প্রাপ্তি আর প্রত্যাশাটা দেখেন, তাহলে আমার প্রাপ্তির খাতাটা ভারি হবে। যদিও আপনারা এটার বিচার করবেন। সে হিসেবে করোনা যদি না থাকতো, প্রত্যেকটা ইভেন্ট আমি টাচ করতাম।’
মনোনয়ন জমাদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, জেলা আওয়ামী লীগ নেতা মো. ছিদ্দিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহমদ, উপজেলা যুবলীগের সহ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, চরলক্ষ্যার ইউনিয়নের সভাপতি মো. রফিক, সহ সভাপতি শেখ আহমদ, চরপাথরঘাটা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ, বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান খান।
সিপি