কর্ণফুলীর ২ হাসপাতালে নেই স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন, জরিমানা ৩ লাখ

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না নিয়ে চিকিৎসা কার্যক্রম চালানোর অপরাধে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দুটি বেসরকারি হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।

হাসপাতাল দুটি হলো শিকলবাহা আহ্ছানিয়া পাড়ার সাউথ চট্টগ্রাম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড মা শিশু ও জেনারেল এবং কর্ণফুলী চক্ষু হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিক সেন্টার।

s alam president – mobile

নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘সিভিল সার্জন অফিস কিংবা স্বাস্থ্য বিভাগের কাগজপত্র ও লাইসেন্স আপডেট নেই দুই হাসপাতালের। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করে রোগ নির্ণয় পরীক্ষা করার অপরাধে সাউথ চট্টগ্রাম হাসপাতালকে দুই লাখ টাকা ও চক্ষু হাসপাতালকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।’

অভিযানে হাসপাতাল ও ক্লিনিক মালিক-কর্মচারীদের আশ্বাসের ভিত্তিতে লাইসেন্স নবায়ন ও কাগজপত্র সঠিক করতে এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় পরে সিলগালা করা হবে প্রতিষ্ঠান।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন কর্ণফুলী থানা পুলিশ ও আনসার সদস্যসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!