চট্টগ্রামের কর্ণফুলীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ইরশাদ আশরাফি অপি নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি উপজেলার সাবেক মহিলা চেয়ারম্যান বানাজা বেগমের ভাতিজা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার চরপাথরঘাটা ব্রিজঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
আটক অপি (২৯) ওই এলাকার আশরাফ আলীর ছেলে এবং সাবেক উপজেলা মহিলা চেয়ারম্যান বানাজা বেগমের ভাতিজা।
ওসি মুহাম্মদ শরীফ বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ব্রিজঘাট এলাকা থেকে এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি নিয়ে আরও যাচাই-বাছাই চলছে।
জেজে/ডিজে