কর্ণফুলীর সদরঘাটে পা পিছলে নদীতে তলিয়ে গেছেন শিপিং এজেন্সির মালিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় সাম্পানে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে মো. বাহারুল আলম বাহার (৬২) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ২টায় কর্ণফুলীর সদরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ বাহারুল আলম মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক। তিনি চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ।

তিনি বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতিদিনের মতো কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় এসেছিলেন ইছানগর বাড়িতে যাওয়ার জন্য। এ সময় সাম্পানে উঠতে গিয়ে তিনি পা পিছলে নদীতে পড়ে স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে রাতেই নদীতে তল্লাশি অভিযান শুরু করে নৌ-পুলিশ। সকাল থেকে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তারা ঘটনাস্থলের আশেপাশে খোঁজ করেছেন, কিন্তু শুক্রবার সন্ধ্যা ৫টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি ‘

তিনি আরও বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। নৌ-পুলিশের দুইটি দল ভাগ হয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।’

আরএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm