কর্ণফুলীর চরলক্ষ্যা গাউছিয়া দাখিল মাদ্রাসায় নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা সিরাজুল মুনির গাউছিয়া দাখিল মাদ্রাসার হেফজ ও এতিমখানার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী। উদ্বোধক ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান তালুকদার।নবনির্মিত ভবনউদ্বোধন করেন অতিথিবৃন্দরা।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম।

এতে স্বাগত বক্তব্য রাখেন চরলক্ষ্যা সিরাজুল মুনির গাউছিয়া দাখিল মাদ্রাসা হেফজ ও এতিমখানার সুপার ও সচিব মাওলানা সিরাজুল মোস্তফা আল মুনিরী। আরও উপস্থিত ছিলেন আজিম-হাকিম স্কুলের প্রধান শিক্ষক মনজুর আলম, চরপাথরঘাটা ইউপি সদস্য তাহের আহমেদ ও আনোয়ার হোসেন, চরলক্ষ্যা ইউপি সদস্য আব্দুর রহমান, মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবদুল গনি ও এয়ার মোহাম্মদ প্রমুখ।

প্রধান অতিথি ফারুক চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দূরদর্শী সিদ্ধান্তে অন্যান্য শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও এগিয়ে যাচ্ছে। একটি সুন্দর দেশ ও জাতি গঠনে শিক্ষিত মানুষের যেমন দরকার, তেমনি নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার যুগোপযোগী শিক্ষাক্রম থেকে শুরু করে সব সেক্টরেই অভূতপূর্ব উন্নয়ন করেছে। তাই জাতির উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে হাকিম আলী নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সরকার শিক্ষাখাতকে অধিকতর গুরুত্ব দিয়ে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষায় সুশিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm