কর্ণফুলীতে স্ক্র্যাপ চুরির সময় জাহাজ মাস্টারসহ ধরা ১১ জন

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর করা এমভি টিটু-০৭ জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ চুরি করার সময় জাহাজ মাস্টারসহ ১১ জনকে আটক করেছে সদরঘাট নৌপুলিশ।

বুধবার (২১ আগস্ট) রাত ১টার দিকে সদরঘাট নৌ থানা পুলিশ তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেন নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান।

এ সময় তাদের কাছ থেকে ১২৫০ কেজি আমদানিকৃত স্ক্র্যাপ ও ওয়্যারসিল কাটার যন্ত্র উদ্ধার করা হয়। ২২ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়।

মামলার আসামিরা হলেন জাহাজ মাস্টার মো. জসিম উদ্দিন (৪০), ড্রাইভার মো. মোক্তার হোসেন (৩৭), সুকানী মো. নাজমুল হাসান (২৪), মো. রাজিব খলিফা (২৫), করিম উদ্দিন (২২), আব্দুর রহিম (৩০), জাহিদ (২১), কালাম (৩৮), আব্দুল (২৪),মো. ইদ্রিস (৩৫), মো. সাজ্জাদ (২৩) এবং আবু তাহের (২৪)।

এদের মধ্যে মো. ইদ্রিস, সাজ্জাদ, আবু তাহেরের বাড়ির কর্ণফুলীর চরপাথরঘাটায়।

ওসি এবিএম মিজানুর রহমান বলেন, ‘এমভি টিটু-০৭ জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ চুরির সময় জাহাজের মাস্টার জসিম উদ্দিনসহ ১১ জনকে আটক করা হয়। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm