শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুলতে কর্ণফুলী উপজেলার আজিম পাড়ার আয়ুব-বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজে যাত্রা শুরু করলো সততা স্টোর।
বুধবার (১৯জুলাই) দুপুরে আয়ুব-বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে স্টোরের উদ্বোধন করা হয়।
আয়ুব-বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের ভূমিদাতা ও ডায়মন্ড সিমেন্টের চেয়ারম্যান আজিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার।
বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক রাজু আহমেদ, শিক্ষাবিদ মাষ্টার হাফেজ আহমদ ও সমাজসেবক শাহজাহান ফারুকী।
এতে স্বাগত বক্তব্য রাখেন আয়ুব-বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহফুজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন আয়ুব-বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক (যুক্তিবিদ্যা) শ্যামা প্রসাদ বিশ্বাস, সহকারী অধ্যাপক (অর্থনীতি) মোঃ মাহবুবুর রহমান, প্রভাষক (বাংলা) খোশনুর আক্তার, শিক্ষক প্রতিনিধি (স্কুল) আবদুল ওয়াহাব, সিনিয়র শিক্ষক (স্কুল) মোহাম্মদ গোফরানুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কুলপর্যায় থেকে দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলা গেলে সততার মধ্যে বেড়ে উঠবে ভবিষ্যৎ প্রজন্ম। সমাজের সবক্ষেত্রে সুশাসন সুদৃঢ় হবে।