s alam cement
আক্রান্ত
৩২৫৭৮
সুস্থ
৩০৪৬৫
মৃত্যু
৩৬৭

কর্ণফুলীতে শিক্ষা, সচেতনতা ও নৈতিকতা বিষয়ে কর্মশালা

0

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আজিমপাড়ায় লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং কসমোপলিটনের উদ্যোগে শিক্ষা, সচেতনতা ও নৈতিকতা বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) আইয়ুব-বিবি ট্রাস্টের সহযোগিতায় স্থানীয় হল টোয়েন্টিওয়ান মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় বক্তারা বলেন, পেছনে পড়ে থাকা একটি সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষা যেমন দরকার, সেই সাথে প্রয়োজন সচেতনতা আর বিশেষ করে প্রতিটি কাজে নৈতিকতার পরিচয় দেওয়া। তাহলেই সম্ভব সমাজ ব্যবস্থায় অনন্য এক পরিবর্তন আনা।

লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোপলিটনের সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা। অনুষ্ঠানটি উদ্বোধন করেন লায়ন্স জেলার গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য এমজেএফ।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ জাবেদ হোসেন।

Din Mohammed Convention Hall

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন লায়ন্স জেলার প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল-সাদাত দোভাষ এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল এমজেএফ, কর্ণফুলী থানার অফিসার ইন-চার্জ ইসমাইল হোসেন, লায়ন্স জেলার জিএসটি কো-অর্ডিনেটর লায়ন শওকত আলী চৌধুরী এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ইঞ্জি মুজিবুর রহমান, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আশীষ ভট্টাচার্য এমজেএফ, জোন চেয়ারপার্সন লায়ন চন্দন দাশ, জোন চেয়ারপার্সন লায়ন শেখর দত্ত।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কসমোপলিটান লায়ন্স ক্লাবের সহ সভাপতি লায়ন এমএইচ শাহ বেলাল, কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হক, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডিজিএম (মার্কেটিং) মো. আব্দুর রহিম, কসমোপলিটান লিও ক্লাবের চিফ কো-অর্ডিনেটর লিও ইঞ্জি মো. নাঈম সারওয়ার জিতু, লিও জেলার সহ-সভাপতি লিও জয় চক্রবর্তী, কোষাধ্যক্ষ লিও ইরফান মোস্তফা, ক্লাবের সভাপতি লিও সিফাতুল ইসলাম সামি, সচিব লিও অর্চি দাশ, কোষাধ্যক্ষ লিও শিহাব উদ্দীন প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ManaratResponsive
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

আরও পড়ুন
ksrm