কর্ণফুলীতে রাস্তা পার হতে গিয়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহায় রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় জাহানারা বেগম (৫৩) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহত জাহানারা বেগম বেগম পটিয়া বেল্লাপাড়া এলাকার আবুল কাসেশের স্ত্রী। তিনি শিকলবাহা কলেজ বাজার এলাকায় একটি এনজিও’র অফিসে আসছিলেন।

জানা গেছে, ওই নারী হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পর কাভার্ডভ্যান জব্দ ও চালককে আটক করে স্থানীয়রা পুলিশে দেন।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm