কর্ণফুলীতে ভেসে উঠলো নিখোঁজ মাঝির লাশ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ৭০০ টন পাথর বোঝাই বাল্কহেড (নৌযান) ডুবির ঘটনায় নিখোঁজ একজন মাঝির লাশ উদ্ধার করেছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরেকজন।

মো. আবুল কালাম মুন্সি (৫০) নামের এই মাঝি নোয়াখালীর সুবর্ণচরের সৈয়দ আহমদের ছেলে। নৌযান ডুবির ঘটনায় রহমত আলী নামে আরেকজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২ মার্চ) ভোর আনুমানিক ৪ টার দিকে কর্ণফুলী কালারপোল এলাকায় নদীতে ঘনকুয়াশার কারণে পিলার দেখতে না পেয়ে ধাক্কা লাগলে পাথর বোঝাই বাল্ডহেডটি (নৌযান) ডুবে যায়।

মাঝিরঘাট থেকে পাথর নিয়ে যাচ্ছিল এসআলম কোম্পানীর বাল্কহেডটি। এ সময় ওই নৌযানে ২৪ জন শ্রমিক ও ৫ জন স্টাফ ছিলেন। ২৪ জন শ্রমিকসহ পাথরবোঝাই বাল্কহেডটি সাইটে যাওয়ার পথে কুয়াশার কারণে পুরনো পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তলা ফেটে যায় এবং কয়েক মিনিটের মধ্যে নৌযানটি ডুবে যায়। এ সময় একজন শ্রমিক লাফ দিয়েছিলেন, আরেকজন ঘুমিয়ে ছিলেন। তারা দুইজনই নিখোঁজ ছিলেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের লিডার নুরুল কবির সরকার বলেন, ‘এলাকাবাসী নদীতে লাশ ভাসতে দেখে বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ফায়ার সার্ভিসে খবর দেয়। আমরা ঘটনাস্থলে এসে ১০টা ১০ মিনিটে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার করি। বাকি নিখোঁজ শ্রমিককে উদ্ধারের চলছে।’

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!