কর্ণফুলীতে ভারতফেরত ৩৫ জন হোম কোয়ারেন্টিনে

ভারতের আজমীর শরীফ মাজার জেয়ারত শেষে ফেরা চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৩ জনের একটি দলকে হোম কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

শনিবার (২১ মার্চ) সকালে ৩৩ জনের একটি দল ভারতে আজমীর শরীফ মাজার জেয়ারত শেষে বাড়িতে ফিরেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. নোমান হোসেন।

তিনি বলেন, শনিবার সকালে ভারত থেকে মাজার জেয়ারত শেষে দেশে ফিরেন ৩৩ জনের একটি দল। তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে নজরদারী করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!