চট্টগ্রামের কর্ণফুলীতে পিতা ও পুত্রকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নগরীর কোতোয়ালি থানার লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার শওকত হোসেন বাবু (৩৮) কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের সোলাইমান হাজীর বাড়ির মৃত আজমের ছেলে।
গত ১৫ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের ফয়সাল হামিদ (২৮) ও তার পিতা ফজল আহমেদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। এ ঘটনায় ফয়সাল হামিদ কর্ণফুলী থানায় চার জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় শওকত হোসেন বাবু প্রধান আসামি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শওকতের বিরুদ্ধে কর্ণফুলী থানায় একাধিক জিডি, চাঁদাবাজি মামলা, ইয়াবা মামলা রয়েছে। এর আগে তিনি একাধিকবার গ্রেপ্তার হন, পরে জামিনে মুক্তি পান।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, পিতা ও পুত্রকে জখম করার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেজে/ডিজে