কর্ণফুলীতে নৌকাডুবি, ভেসে উঠল নিখোঁজ ২ জনের লাশ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মধ্যে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার লাশ দুটি হলো-কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা সবজি বিক্রেতা আবুল কাশেম (৫৫) ও কুতুবদিয়া দক্ষিণ ধ্রুংয়ের বাসিন্দা নৌকার মাঝি সাইদুল করিম (২৫)।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) তাদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করেছে বলে জানিয়েছেন কোস্টগার্ড।

জানা যায়, ১৫ ফেব্রুয়ারি সোমবার ভোরে ঘনকুয়াশার কারণে কর্ণফুলীর মোহনায় মালবাহী কার্গোবোটের সঙ্গে একটি জাহাজের সংঘর্ষের ঘটনায় নৌকাডুবির নিখোঁজ ৩ জনের মধ্যে কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা সবজি বিক্রেতা আবুল কাশেম (৫৫) ও দুপুরে দক্ষিণ ধ্রুং কুতুবদিয়ার বাসিন্দা বোটের মাঝি সাইদুল করিম (২৫) লাশ কর্ণফুলী ১৮ নম্বর ঘাট এলাকায় ভেসে উঠলে তাদের উদ্ধার করে স্বজনরা।

তবে এ ঘটনায় নিখোঁজ মোহাম্মদ হোসেন (৫৫) লাশ এখনও পাওয়া যায়নি। অপর দিকে গত মঙ্গলবার সকাল ৯টায় কর্ণফুলী নদীর ১২ নম্বর ঘাটে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহমীরপুর উত্তরপাড়ার মো. মারজানের পুত্র নাহিয়ান আল ফারুক অভির (২২) লাশও পাওয়া যায়নি।

কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) হাবিবুর রহমান জানান, গত সোমবার ভোরে সংঘঠিত ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের মধ্যে বোটের মাঝিসহ ২ জনকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!