কর্ণফুলীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন নদী থেকে মো. আবুল কাসেম (৬০) নামে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে শিকলবাহা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল কাশেম উপজেলার ৩ নম্বর রোডে বিল্লাহ পাড়া এলাকার নজির আহমদের পুত্র। এর আগে আবুল কাসেম সকালে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।

এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, শনিবার সকালে আবুল কাসেম নামে এক বৃদ্ধ কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে আগ্রাবাদ ডিভিশন থেকে ৫ সদস্যের একটি ডুবুরি ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে দুপুর দুইটার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

এএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm