কর্ণফুলী সেতুর ওপর দ্রুতগতির বাস কেড়ে নিল বৃদ্ধার প্রাণ

0

চট্টগ্রামের কর্ণফুলীতে দ্রুতগতির বাসের ধাক্কায় নুর নাহার বেগম নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে শাহ আমানত সেতুর উপরে এ দুর্ঘটনা ঘটে।

নুর নাহার বেগম বাঁশখালী উপজেলার রত্নপুর গ্রামের মো. সাহাবুদ্দিনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-সহকারী পুলিশ পরির্দশক শীলব্রত বড়ুয়া। তিনি বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম শহরমুখী একটি দ্রুতগতির অজ্ঞাত বাসের ধাক্কায় গুরুতর আহত হন বৃদ্ধা নুর নাহার বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

s alam president – mobile

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!