কর্ণফুলীতে তেলের গুদামে অভিযানে সাড়ে ৫ লাখ টাকার চোরাই ডিজেল পেল র‌্যাব

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় একটি তেলের গুদামে অভিযান চালিয়ে আট হাজার লিটার চোরাই ডিজেলসহ আব্দুর শুক্কুর প্রকাশ বাল্লা (৪০) নামে একজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩ জুন) কর্ণফুলী থানাধীন দক্ষণ শাহমীরপুর এলাকার একটি গুদাম থেকে এসব তেল উদ্ধার করা হয়েছে।

জব্ধ করা তেলের মূল্য ৫ লাখ ৪৪ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব। আটক বাল্লা ওই এলাকার মৃত মো. আলীর ছেলে।

র‌্যাবের সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে চোরাই তেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। মূলত বিদেশ থেকে আসা জাহাজগুলো থেকে চুরি হওয়া তেলগুলো কিনে থাকে আব্দুর শুক্কুর বাল্লা। পরে বেশি দামে এগুলো বাইরে বিক্রি করে দেয়।

নুরুল আবছার জানান, এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা করা হয়েছে।

এএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm