চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ট্রাকের এয়ার সিলিন্ডারে লুকিয়ে রাখা ৪৮ হাজার পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় ট্রাক চালকসহ ২ জনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪৪ লক্ষ টাকা।
শুক্রবার (২৫ জুন) বিকালে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের চরফরিদ এলাকায় র্যাবের এ অভিযান হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। আটক ট্রাক চালক মো. ফরহাদুর রহমান শাওন (৩১) কর্ণফুলী উপজেলার ঈদগাঁও কাঁচা বাজার এলাকার মৃত শফিকুর রহমানের পুত্র। আটক হওয়া মাদককারবারি মো. তৌফিকও (২১) একই এলাকার মৃত জমিরের পুত্র।
আটককৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দিয়ে শনিবার (২৬ জুন) সকালে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। র্যাব জানায়, বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কর্ণফুলীর চরফরিদ এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তাদের গাড়ি-ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে ট্রাকের এয়ার সিলিন্ডারে মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ৪৮ হাজার পিস ইয়াবা ট্রাবলেট উদ্ধার করা হয়। আটককৃরা জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদকদ্রব্যগুলো নিয়ে এসে কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কেএস/এমএহক