কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে মইজ্জ্যারটেক হাইওয়ে রোডের জামালপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. জিহাদ (২২) বাঁশখালী উপজেলার জহির উদ্দিন হেলালের ছেলে। বর্তমানে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় থাকতেন।

জিহাদ হাজী আলিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সাবেক ছাত্র ছিলেন। তবে লেখাপড়া ছেড়ে তিনি শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদ কাজ শেষে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। পথে রাত ৯টার দিকে জামালপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশেই ছিঁটকে পড়েন৷ এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠান। ট্রাকের হেলপারকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm