চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া একটি ফিশিং বোটের কেবিন থেকে নিখোঁজ হওয়া আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকালে নতুন ব্রিজের এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
নিহতরা হলেন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এক নম্বর দক্ষিণ পাহাড়তলী এলাকার মৃত জদু নাথের পুত্র প্রদীপ (৫৫) এবং ভোলা জেলার দক্ষিণ আইশ এলাকার আবদুল গোলামের পুত্র মোতালেব প্রকাশ মোতালেব মাঝি।
এর আগে গত ১১ অক্টোবর রাত ১টার দিকে কর্ণফুলী নদীর সি-রিসোর্সেস ডকইয়ার্ড ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর দুই নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। দুর্ঘটনার পর জাহাজে থাকা ১৬ জনের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। ১৩ অক্টোবর ৫ জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশ সদরঘাট থানার পরিদর্শক একরাম উল্লাহ।
তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘শনিবার জাহাজটি সকালে ফায়ার সার্ভিসের লোকজন জাহাজটিকে সেখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নতুন ব্রিজ এলাকায় নিয়ে যায়। এরপর নিখোঁজদের খুঁজে বের করতে জাহাজের ভেতরে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কেবিন থেকে দুইটি মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তাদের পরিবারের নিকট হস্তাস্তর করা হবে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরাত দিয়ে তিনি বলেন, ‘এফভি মাগফেরাত ফিশিং জাহাজ সংশ্লিষ্ট কেউ আর নিখোঁজ নেই। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
এমএ/এমএফও